দেশের বিভিন্ন জায়গা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাগবাড়ি এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় কার্টনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের সদর উপজেলার চংশোলাকিয়া গ্রামে মোছা. জুয়েনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক দ্বন্দের জের ধরে নিহতের স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মানসিক রোগী অমলেশ বাছাড়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে নিখোঁজের স্থান থেকে ভাটির দিকে আধা কিলোমিটার দূর থেকে কমলেশের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে শাহ আলম শেখ নামে একজন হত্যা করা হয়েছে। গেল রাতে, হাত-পা বাধা অবস্থায় কুমার নদ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিখোঁজের ৫ দিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় পানপুঞ্জি থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেলো রাতে, খাসিয়া পানপুঞ্জি পাহাড়ি টিলা থেকে মাটিচাপা দেয়া ইছমত আলীর মরদেহ উদ্ধার করা হয়।