দেশের বিভিন্ন জেলায় হানাদার মুক্ত দিবসটি পালিত
- আপডেট সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
আজ ৮ ডিসেম্বর বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরসহ বিভিন্ন জেলায় হানাদার মুক্ত দিবসটি পালিত হয়েছে।
বরিশাল মুক্ত দিবসে নগরীর ওয়াপদা কলোনীর টর্চারসেলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি, জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের এই দিনে ময়মনসিংহে আফসার বাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ভালুকা মুক্ত দিবস পালনে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় কুমিল্লা। ৭ ডিসেম্বর রাতব্যাপী সম্মুখ সমরে পরাজিত পাকবাহিনী পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে হানাদার মুক্ত হয় জেলাটি।
১৯৭১ সালের ৮ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় রণাঙ্গন ব্রাহ্মণবাড়িয়া। দিবসটি পালনে জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস উদযাপন করছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব। সকালে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বর্ণাঢ্য রেলীসহ স্বাধীনতা মঞ্চ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।