দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ দেশের বিভিন্ন জেলায় এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বজ্রপাত রোধে তাল গাছের চারা গাছ রোপনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে মনিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
এ উপলক্ষে মেহেরপুরে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় জেলা প্রসাশক ড. মনসুর আলম খান উপস্থিত ছিলেন।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি পালন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে নড়াইলেও দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা।
বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বজ্রপাত রোধ ভূমিকম্প অগ্নিকাণ্ডের মহড়া করে সারাদেশে পালন করা হয় দিনটি।