দেশের বিভিন্ন জেলায় এবার ফুলের দোকানগুলো ক্রেতাশূন্য
- আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকেন দেশের ফুল ব্যবসায়ীরা। কিন্তু, দেশের বিভিন্ন জেলায় এবার ফুলের দোকানগুলো ক্রেতাশূন্য। এতে চরম লোকসানের আশঙ্কায় ভুগছে ফুল ব্যবসায়ীরা।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেই পয়লা ফাল্গুন পড়ায় এবার দ্বিগুণ আনন্দে মেতে উঠবে উৎসবমুখর বাঙ্গালি। দিনটির অপেক্ষায় থাকেন ফুল বিক্রেতারা। কিন্তু, এবার মুখে হাসি নেই যশোরের ফুল ব্যবসায়ীদের। ফুলের দোকান ক্রেতাশূন্য থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
বিশেষ দিবস উপলক্ষে স্থায়ীগুলোর পাশাপাশি আরও ৩ থেকে ৪টি অস্থায়ী ফুলের দোকান বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব দোকানে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, ডালিয়াসহ বিভিন্ন প্রজাতির ফুল। তবে, আশানুরূপ ক্রেতা নেই। এতে ক্ষতির আশঙ্কা করছেন বিক্রেতারা। করোনার বিধিনিষেধে ক্রেতা সমাগম কম বলে জানায় তারা।
বসন্তবরণ উপলক্ষে জামালপুরে ফুলের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শহরের দয়াময়ী মোড়, বকুলতলা, তমালতলায় তরুন-তরুনীদের ফুল কিনতে দেখা যায়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করছে।
ফাল্গুনসহ তিন দিবসকে কেন্দ্র করে রমরমা হয়ে উঠেছে গাজীপুরে ফুলের বাজার। ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস বরণে আনন্দে মাতবে তরুণ তরুণীসহ নানা বয়সের মানুষ। দাম হাতের নাগালে থাকায় প্রিয় ফুলটি আগেভাগেই সংগ্রহ করছে অনেক মানুষ।
দিবসটি ঘিরে কুড়িগ্রামের তরুণ-তরুণীদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার নার্সারীসহ ফুলের দোকানগুলোতে ভিড় করছে তরুণ-তরুণীরা। করোনা পরিস্থিতিতে তেমন কোন আয়োজন না থাকলেও, দিনটি ঘিরে উৎসবমুখর হয়ে উঠবে তারা।