দেশের বিভিন্ন জেলায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অঘোষিত লকডাউনে গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর, ঝিনাইদহ ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ফেসমাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ নানা উপকরণও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তাহবিল থেকে ৮ শতাধিক প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ১২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী এবং ব্যক্তি পর্যায়ে আরো এক হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সকালে গোপালগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে শেখ সেলিম এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রামে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরবন্দী দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। সকালে চট্টগ্রামের খুলশি এলাকায় বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকশ’ মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
কুড়িগ্রামের সদর, রাজারহাট ও ফুলবাড়ীতে করোনা মোকাবিলায় আড়াই হাজার মানুষের মাঝে চাল-ডাল, আলু বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনিরউদ্দিন আহমেদ। এছাড়াও কুড়িগ্রামের পৌর মেয়র আব্দুল জলিলের ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মেয়রের পক্ষে তার পত্নী মাহবুবা সুলতানা মিলা ত্রাণ বিতরণ করেন।
যশোরের ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
গাইবান্ধায় নতুন বাজার ব্যবসায়ীদের মাঝে শুকনা খাবার, হ্যান্ডগ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।
বিএনসিসি কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট সকালে মুক্তিযুদ্ধ ভাস্কর্য- যুদ্ধজয় এলাকায় ২শ’ ২৫ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকালে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
মানিকগঞ্জে সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার ধানকোড়া ও ফুরকহাটি ইউনিয়নে চাল, ডাল, পিয়াজ, সাবান বিতরণ করা হয়।
মাদারীপুরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরে শতাধিক বেদে পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাটে কর্মহীন ৮ শতাধিক দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসনিম জুঁই।
ময়মনসিংহের ত্রিশালে কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।
নোয়াখালী পৌর এলাকায় পাঁচ হাজার পরিবারকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়।
ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫৫ জন চা বিক্রেতার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পটুয়াখালীতে বায়োজন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিসিক শিল্প নগরীর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।
ঝালকাঠির রাজাপুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার রিজার্ভ বাজার এলাকায় হাজী ইউসুফ আলী কোম্পানীর পরিবারের উদ্যোগে দেয়া ত্রাণ সামগ্রী দুস্থ মানুষের হাতে তুলে দেন।