দেশের বিভিন্ন জেলায় পালিত হোল জাতীয় পাট দিবস

- আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে খুলনা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাট দিবস পালিত হয়েছে
সকালে খুলনার হাদিস পার্কে বেলুন উড়িয়ে পাট দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেন। উদ্বোধন শেষে নগরীতে পাট দিবসের রেলি হয়। জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের তমালতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসন এবং পাট অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা হয়।
নাটোরে শহরের স্বাধীনতা চত্বর থেকে সকালে রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে শেষ হয়। পরে আলোচনা সভা হয়। নেত্রকোণায় জাতীয় পাট দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা হয়েছে। রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিনাইদহে দিবসটি পালিত হয়েছে। জেলার ৬ জন শ্রেষ্ঠ পাট, পাটবীজ উৎপাদনকারী ও পাটের বস্তা ব্যবহারকারীদের পুরস্কার প্রদান করা হয়।