দেশের বিভিন্ন জেলায় বিএনপির শোক র্যালী ও কালো পতাকা মিছিল
- আপডেট সময় : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শোক রেলী ও কালো পতাকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
গণতন্ত্র পুণরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে শোকরেলী ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীরা।
বিকেলে নগরীর কাজির দেউরী থেকে রেলী বের হয়।
সাম্প্রতিক কর্মসূচীতে দেশের বিভিন্ন স্থানে ৫ নেতা নিহত হওয়ার প্রতিবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শোক রেলী করে দলটি। এর আগে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যান্যরা।
হত্যা, গুম করে দমন-নিপিড়ন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সকালে ময়মনসিংহে মহানগর বিএনপির শোক মিছিলের আগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মী হত্যার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি শোক রেলী ও কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশি বাঁধার মুখে দলীয় কার্যলয়ের সামনেই মানববন্ধন করে। এসময় বিএনপি নেতাকর্মীদের হত্যার বিচার দাবি করা হয়।