দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
জাতীয় আদিবাসী যুব পরিষদ জেলা শাখার সভাপতি পরিতোষ মুন্ডার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এ মানববন্ধনে বক্তারা পরিতোষ মুন্ডার জমি রক্ষা, মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানায়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। সকালে উল্লাপাড়া উপজেলার উ ধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আবু হানিফ সংবাদ সম্মেলনে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার উদ্যোগে বংশী ও গাজীখালি নদী দখল এবং দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।দুপুরে নয়ারহাঠ ব্রিজ সংলগ্ন ইসলামপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।