দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সৌদি প্রবাসী সুজন ইব্রাহিম। দুপুরে উপজেলার তার নিজ গ্রাম বাহাদুরপুরে কয়েক হাজার শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই প্রবাসী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পৌর মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য মোজাফফর হোসেন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীসহ অনেকে।
দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ও শ্রীনগর প্রেসক্লাবের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।