দেশের বিভিন্ন স্থানে উদাযাপিত হচ্ছে ঈদুল ফিতর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
সৌদি আরবের সাথে মিল রেখে পাবনা, চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে বদনপুর গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করছে। সকাল পৌনে ১০টায় পাবনার বদনপুর নকিবীয়া দরবার শরিফে ঈদের নামাজ হয়। নামাজে ইমামতি করেন সাঁথিয়ার গৌরীগ্রাম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ।
এদিকে..কোন দেশকে অনুসরণ করে নয়, বিশ্বের যেকোন প্রান্তে চাঁদ দেখার ভিত্তিতে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফসহ জেলায় অন্তত ২০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সকাল ৯টায় বদরপুর দরবার শরীফের মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতের ইমামতি করেন খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি। এছাড়া জেলার বাউফল, গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালীর উপজেলার বেশ কয়েকটি গ্রামেও উদযাপিত হচ্ছে ঈদ।