দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে খুলনা, জামালপুর ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকায় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দর তত্ত্বাবধানে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
জামালপুরে দোয়া, আলোচনা সভা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় বক্তারা জিয়াউর রহমানের জীবনাদর্শ তুলে ধরে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
মেহেরপুরে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। সকালে শহরের বোসপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ।