দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আন্তরিকতা ও সততার সাথে বিমান পরিচালনার আহ্বান
- আপডেট সময় : ০১:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আন্তরিকতা ও সততার সাথে বিমান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রীসেবার মান বাড়ানোর পাশাপাশি বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্সে অত্যাধুনিক ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উড়োজাহাজের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভিন্ন একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে কাজ করলে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে একের পর এক যুক্ত হচ্ছে অত্যাধুনিক উড়োজাহাজ। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির “আকাশতরী” ও “শ্বেতবলাকা”। বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাড়ালো ২১টিতে। অত্যাধুনিক ৭৪ সিট সম্বলিত নতুন এদুটি উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই উড়োজাহাজের ভেতরে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করতে পারবে।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন দুটি উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধান অতিথির বক্তব্যে বিমানের সুনাম ধরে রেখে যাত্রী সেবার মান বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আন্তরিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান পরিচালনার পাশাপাশি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের আহ্বান জানান সরকার প্রধান।
এরপর জোড়ামাথার শিশু রাবেয়া রোকেয়ার সুস্থ হয়ে বাড়ি ফেরার আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন সরকার প্রধান। ৪৮টি জটিল অপারেশন শেষে এই শিশু ২টি স্বাভাবিক জীবন ফিরে পেল। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মিলিত সামরিক হাসপাতাল ও হাংগেরীর একদল চিকিৎসকের আড়াই বছরের প্রচেষ্টার বাংলাদেশের চিকিৎসাখাতে এ সফলতার দেখা পেল। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া-মাথার শিশু রাবেয়ার ও রোকেয়ার সুস্থতা মুজিববর্ষে অনেক বড় একটি পাওয়া, বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।