দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতেই ব্যর্থ হয়েছে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতেই ব্যর্থ হয়েছে বিএনপি। আর যতবারই ক্ষমতায় এসেছে প্রতিবারই দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। প্রাণিসম্পদ খ্যাতে বেসরকারি ও শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহবান শেখ হাসিনার।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন উপলক্ষ্য রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই আয়োজন। যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রানিসম্পদ খ্যাতে বঙ্গবন্ধু শেখ বুজিবুর রহমানের কথা তুলে ধরেন প্রধামন্ত্রী। বলেন, অসময়ে শেখ মুজিবুর রহমানকে হারানো ছিলো জাতির জন্য দুভাগ্যের।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন ক্ষমতায় এসে প্রতিবারই দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। বলেন আমিষের ঘাটতি মেটাতে সবই করছে তার সরকার।
তিনি বলেন কারো কাছে হাত পেতে নয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচবে দেশের মানুষ।
গভীর সমুদ্র সম্পদ আহরণে উদ্যোক্ততা পাওয়া যাচ্ছে না জানিয়ে, প্রাণিসম্পদ খ্যাতে বেসরকারি ও শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর। যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে কোরবানির করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন শেখ হাসিনা।