দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিলেও, খাতা-কলম তুলে দিয়েছে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, ছাত্রলীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নকে বন্ধ করতে দেয়া হবে না। দেশের সব সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, উৎসবমূখর পরিবেশে শুরু হওয়া সমাবেশের প্রতিবাদ্য ছিল ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা, গো এহেড শেখ হাসিনা’। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,স্বাধীনতার পর পরই এদেশে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছিলো। পরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়নকে নস্যাত করা হয়। ষড়যন্ত্র থেমে থাকেনি, আবার ক্ষমতায় এসে উন্নয়নকে বাধাগ্রস্ত করে; হত্যাকান্ডের চেষ্টা চলতে থাকে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই ভুমিহীন মানুষদের বাসস্থান করে দিয়েছে। শিক্ষা-চিকিৎসাসহ নানা উন্নয়নের মাধ্যমে, দিয়েছে উন্নত জীবন। তিনি বলেন, বিএনপি অস্ত্রের মাধ্যমে শিক্ষাখাতকে ধংশ করে দিলেও, ছাত্রদের হাতে খাতা-কলম তুলে দেয় আওয়ামী লীগ। সরকার পেনশন স্কীমের মাধ্যমে সাধারণ মানুষের জীবন উন্নয়ন করলেও, বিএনপি তা নিয়ে বিভ্রান্ত ছাড়াচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। বাঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশের উন্নয়নই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বলে জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।