দেশের মানুষের যেন উপকার হয়, সে লক্ষ্যেই কাজ করার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের মানুষের যেন উপকার হয়, সে লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সরকার। এ সময় করোনার কারণে দেশের জন্য আরো বেশি কাজ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি। এছাড়া নিজের জন্মদিনে দেশের মানুষের ভালোবাসা নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন এটা রাষ্ট্রের জন্য বিরাট ক্ষতি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, সে লক্ষ্য নিয়েই কাজ করছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়েক বছরে অনেক চড়াই-উৎরাই পার হয়ে দেশ এই জায়গায় এসেছে।
দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।