দেশের মানুষ আজ জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছে : ড. রেদোয়ান আহমেদ
- আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দেশের মানুষ আজ জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে নিম্নবিত্ত ছাড়িয়ে এখন মধ্যবিত্তেরও ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর গণফোরাম ও পিপলস পার্টির নেতারা বলেন, তেল-গ্যাস-বিদ্যুতের অন্যায্য দাম বাড়িয়ে জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ নয়, এখন আগুন জ্বালিয়ে দিয়েছে সরকার। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে রাজধানিতে পৃথক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলগুলোর নেতারা।
অস্বাভাবিক মূল্যস্ফীতিসহ গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ দাবিতে, রাজধানীতে বিক্ষোভ মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।
মিছিল-পূর্ব সমাবেশে দলটির মহাসচিব বলেন, সরকারি দলের নেতাদের চাপে সততার সাথে দায়িত্ব পালন করতে পারছেন না নির্বাচন কর্মকর্তারা। অন্যদিকে, সরকারি দলের লুটপাট ও দুর্নীতির কারণে দু’দিন পর পরই নিত্যপণ্যের দাম বাড়ছে। আর সেই পালে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে আরো হাওয়া দিচ্ছে সরকার।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এলডিপি’র মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে, একই দাবিতে বিকেলে মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গণফোরাম ও পিপলস পার্টি। এসময় দল দু’টির নেতারা বলেন, আমলাদের অস্বাভাবিক কর্তৃত্ববাদের কারণে জনগণের কাছে সম্মান হারিয়েছে সরকার।
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানায় দলগুলো।