দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিকল্প খুঁজছে : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিকল্প খুঁজছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের একমাত্র বিকল্প শক্তি।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গাজীপুর জেলা গণফোরাম সভাপতি এডভোকেট কাজী মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে অংশ নেন দলটির চেয়াম্যান জি এম কাদের ।
এ সময় তিনি বলেন, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তা প্রতিহতের রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে ।
জি এম কাদের বলেন,মাদক মুক্ত বাংলাদেশ গড়ার অভিযানে বিচার বর্হিভূতভাবে কয়েকশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেও এর প্রসার কমেনি।
জাতীয় পার্টি কখনোই কোন ষড়যন্ত্রে জড়িত ছিলো না। পল্লীবন্ধু ক্ষমতা হস্থান্তরের পর থেকে ত্রিশ বছর যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও মন্তব্য করেন জিএম কাদের ।