দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়লো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ জারি করা হয়েছে। এর আগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার ওই ঘোষণার শেষ দিনে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হলো। দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ প্রথমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে ধাপে ধাপে ১৫ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এ পর্যন্ত নয় দফা বাড়িয়ে সবশেষ ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।