দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনোমিক জোন বাস্তবায়নের কাজ ৪২ শতাংশ শেষ হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনোমিক জোন বাস্তবায়নের কাজ ৪২ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সকালে চট্টগ্রামের মিরসারাইয়ে কাজের অগ্রগতি দেখতে এসে এ সব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। যা বাস্তবায়ন হলে দেশি বিদেশি বিনিয়োগের সঙ্গে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। ইতিবাচক প্রভাব পড়বে দেশের জাতীয় অর্থনীতিতে। এসময় বেপজার শীর্ষ কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।