দেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট বসছে তুলসিপুরে
- আপডেট সময় : ০৮:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঐতিহ্য ধরে রেখে প্রায় পঞ্চাশ বছর ধরে ঘোড়ার হাট বসছে জামালপুরের তুলসিপুরে। একটা সময় গ্রাম-বাংলার মানুষের পণ্য পরিবহন এবং যাতায়াতের অন্যতম বাহন ছিলো ঘোড়ার গাড়ি, তাই ঘোড়ার কদরও ছিল বেশি। সে সময় দেশের বিভিন্ন প্রান্তে বসতো ঘোড়ার হাট। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ঘোড়ার কদর কমে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে হাটগুলোও। এখন দেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট বসছে তুলসিপুরে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে পাইকার ও ক্রেতারা আসছেন ঘোড়া কেনাবেচা করতে।
একসময় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত হত গরু ও ঘোড়ার গাড়ি। বিশেষ করে গ্রাম-বাংলার মানুষের পণ্য পরিবহন এবং যাতায়াতের অন্যতম বাহন ছিল ঘোড়ার গাড়ি। সে সময় ঘোড়ার কদরও ছিল বেশ। তাই ঘোড়া কেনাবেচা করতে দেশের বিভিন্ন প্রান্তে বসত ঘোড়ার হাট। জামালপুরের তুলসিপুরের হাটেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন ঘোড়া বিক্রি করতে।
এখানে স্থানীয়দের পাশাপাশি ঘোড়ার ক্রেতা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। হাটে ঘোড়ার শক্তি পরীক্ষার নাম দেয়া হয়েছে রিমান্ড। শক্তি পরীক্ষায় হাটের মধ্যে বালু দিয়ে তৈরী করা হয়েছে রাস্তা। সেই রাস্তায় ঘোড়ার গাড়িতে ১০ থেকে ১৫ জন মানুষ উঠিয়ে গাড়ি ছুটানো হয়। যে ঘোড়া বালুর মধ্যে গাড়ি টেনে নিয়ে যেতে পারছে, সেই ঘোড়ার শক্তিশালী। তবে এখন হাটে বিক্রি কম থাকায় হতাশ দূর থেকে আসা পাইকাররা।
ঐহিত্য ধরে রেখে পঞ্চাশ বছর যাবৎ ঘোড়ার হাটটি পরিচালনা করার পাশাপাশি হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দেয়ার কথা জানান কর্তৃপক্ষ।
জাত ভেদে প্রতিটি ঘোড়া ৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। প্রতি বৃহস্পতিবার তুলসিপুর ডিগ্রী কলেজ মাঠে বসে এই ঘোড়ার হাট।