দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়ছে পেঁয়াজের মজুদ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়ছে পেঁয়াজের মজুদ। মিয়ানমার, তুরস্ক ও ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আসছে বাজারে। নির্ধারিত সময়ে বিক্রি না হওয়ায় অনেক পেঁয়াজ পঁচে যেতেও শুরু করেছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ রপ্তানি ভারত বন্ধ করে দেয়ায় মিয়ানমার-তুরস্ক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানী করতে এলসি খোলে ব্যবসায়ীরা। ক’দিন ধরে আমদানী করা পেঁয়াজ আসতে শুরু করেছে খাতুনগঞ্জে। এরইমাঝে ভারতও পেঁয়াজ রপ্তানী শুরু করেছে। ফলে বাজার উপচে পড়ছে পেঁয়াজ। যোগান অনুযায়ী চাহিদা না থাকায় অনেক গুদামের পেঁয়াজে পচনও ধরেছে। এতে ব্যাপক লোকশানের মুখে পড়েছেন আমদানীকারকরা। বাজার ঘুরে দেখা গেছে, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ পাইকারিতে ১৮ থেকে ২২ টাকা আর ভারতের পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে উভয় ক্ষেত্রেই ১২ থেকে ১৫ টাকা লোকশান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে ভারত ও তুরস্ক থেকে আমদানী করা পেঁয়াজ বেশ কয়েকটি জাহাজ বসে আছে চট্টগ্রাম বন্দরের বহি নোঙ্গরে। বাজার মন্দা হওয়ায় তা খালাসে আগ্রহ দেখাচ্ছেন না আমদানীকারকরা।