দেশের সব জায়গায় সমানভাবে উন্নয়ন হচ্ছে : শিল্পমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
দেশের সব জায়গায় সমানভাবে উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
দুপুরে পঞ্চগড়ে সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিল্প মন্ত্রী এসময় আরো বলেন, বিগত সরকার ক্ষমতায় এসে শিল্প কারখানা ধ্বংস করেছে। শিল্প কারখানার মেশিনারিজ লুটপাট করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।