দেশের সব নাগরিককে টিকা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশের প্রত্যেক নাগরিককে করোনার টিকা দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলা করে যারা কাজ করে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের সেবামূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বাস্তবায়ন সফলতায় জন্য তথ্য ও যোগাযোগ বিভাগকে প্রথম পুরস্কারসহ ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। এছাড়া শুদ্ধাচার চর্চায় পুরস্কার পেয়েছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।
এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য।
সম্মিলিত প্রচেষ্টার ফলেই করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, দেশের প্রতিটি নাগরিক ভ্যাকসিন পাবে।
করোনার এ পরিস্থিতিতে সবাইকে আরো সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।