দেশের সব শিল্পাঞ্চলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
দেশের সব শিল্পাঞ্চলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রযুক্তিকে হাতিয়ার করে সরকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন, প্রায়োগিক উৎকর্ষ সাধন, প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করাসহ এ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি, সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বাড়ানো, নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনসহ টেলিযোগাযোগ খাতের সব সেবা আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।