দেশের সব স্থল বন্দরে পণ্য আমদানি রফতানি বন্ধ
- আপডেট সময় : ১১:০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সর্তকতায় বেনাপোলসহ দেশের ১১টি স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই বিধি নিষেধ কার্যকর থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে একথা বলা হয়েছে। এদিকে ভারতজুড়ে ‘জনতা কার্ফু’র কারণে, দেশের সব স্থল বন্দরে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব স্থল বন্দর দিয়ে, বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সম্পর্কিত চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায়, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে জনতা কারফিউর কারণে, দেশটির সাথে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। একই কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার ও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এমন তথ্য জানান।
স্থল বন্দরে আমদানি-রফতানী বন্ধ থাকলেও, আটকা পড়া বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের নিজ-নিজ দেশে ফিরতে ইমিগ্রেশন খোলা থাকবে।