দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রী

- আপডেট সময় : ০২:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। এতে চরম দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রী।
পঞ্চগড়ের তেঁতুললিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার কারণে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে তীব্র শীতের কারণে রাস্তাঘাটে শুনশান নিরবত।
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। অব্যাহত শৈত্য প্রবাহ আর কনকনে ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
টানা কয়েকদিনের শৈত প্রবাহ ও ঘন কুয়াশায় জামালপুরের জনজীবন স্থবির হয়ে পড়েছে।জামালপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস ।
ঝিনাইদহে আবারো জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
কুয়াশা আর হিমেল হাওয়ায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দু’দিন থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা ও ঘন কুয়াশা।