দেশের সামগ্রিক পরিবর্তন হলেও বেশকিছু ঘাটতি আছে : পরিকল্পনা মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
দেশের সামগ্রিক পরিবর্তন হলেও বেশকিছু ঘাটতি আছে। সাংবাদিকদের সেসব দায়িত্বের সাথে তুলে ধরা উচিৎ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সকালে জাতীয় প্রেসক্লাবে রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক ও প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণসভা ও বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিতে কার্টুনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একজন কার্টুনিস্ট তার আঁকা কার্টুনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের কথা ভেবে অনেকে কার্টুন আঁকতে ভয় পান। শুধু সরকার নয়, যে কোন দলের বিরুদ্ধে কার্টুন আঁকলেও সমস্যায় পড়তে হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী হক।