দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
- আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন তিনি। পররাষ্ট্রনীতি অনুযায়ি সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে কোন সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে বাংলাদেশ। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন কারীদের সনদ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠা করা হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান থেকে দেশি-বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নেন।
এ বছর বিভিন্ন বাহিনীর ৫৭ জন ও ২৫ জন বিদেশী প্রশিক্ষনার্থী ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন ৫২ জন। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সনদপ্রত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে দিক নির্দেশনামুলক বক্তব্যে আত্মপ্রত্যয়ী হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করার আহবান জানান তিনি। মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান সরকার প্রধান।. ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।