দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং সমৃদ্ধি রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং সমৃদ্ধি রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দেশ প্রেম ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধান ও প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় করোনায় অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিন বাহিনীর প্রধান তাদের বাহিনীর অবদানের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মহামারিসহ যে কোনো দুর্যোগ ও সংকট মোকাবিলায় তিন বাহিনীর ভূমিকা প্রশংশিত ছিল। বর্তমান সরকার তিন বাহিনীর প্রতিটি সদস্যের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।