দেশের সীমান্ত এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ
- আপডেট সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দেশের সীমান্ত এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ। ঢাকার বাইরে শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে। গেলো ২৪ ঘন্টায় খুলনা বিভাগে রেকর্ড ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে মারা গেছে আরো ১০ জন।
করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে মারা যাওয়া ২৮ জনের মধ্যে কুষ্টিয়ার ৭ জন, যশোরে ৪, সাতক্ষীরায় ২, বাগেরহাটে ২, খুলনায় ২, নড়াইলে ১ এবং মাগুরায় ১ জন রয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এখানে শনাক্তের হার ৫৪ শতাংশ। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। এদিকে, ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪ রোগী মারা গেছে। নতুন করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৫৫ শতাংশ এবং মোট মৃত্যুবরণ করেছেন ৬৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২১৩ জন।