দেশের সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
- আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রতিবারের মতো এবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজের আভায় সেজেছে পুরো এলাকা।
প্রতিবছর জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা-ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এ বছর স্মৃতিসৌধকে আরও নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। শেষ হয়েছে ধোয়া-মোছা,পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং-তুলির কাজ। স্মৃতিসৌধের বিভিন্ন ধাপ সাজানো হয়েছে বর্ণিল রূপে। দর্শনার্থীদের নিরাপত্তায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, ওয়াচ টাওয়ারসহ এলাকায় বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিদেশি কুটনৈতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ।
ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশ ও ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে বাড়তি নিরাপত্তা চৌকি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি।
প্রতিবছরের মতো এবারও বর্ণিল রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ এলাকা।