দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিএনপি : ওবাদুল কাদের
- আপডেট সময় : ০৮:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিএনপি গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় কর্মরতদের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুঁশিয়োরি দেন দুর্নীতিতে জড়িত মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আমলা কাউকে ছাড় দেয়া হবে না।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বুধবার সরকারি বাসভবনে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
এসময়, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলে, সুস্থ সমাজ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা।