দেশের স্বার্থবিরোধী কাজে আট প্রতিষ্ঠানকে লবিস্ট নিয়োগ বিএনপির : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের স্বার্থবিরোধী কাজে বিএনপি-জামায়াত ৮টি প্রতিষ্ঠানকে লবিষ্ট নিয়োগ দিয়েছিলো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে সংসদে দেয়া বিবৃতিতে এ তথ্য জানান তিনি। ২০১৪ সালে প্রথম যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে দেড় লাখ ডলার ব্যয়ে একটি মার্কিন প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়ার তথ্যও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের দিনের কার্যক্রম।
যুক্তরাষ্ট্রে জামায়াত-বিএনপি ও সরকারের লবিষ্ট নিয়োগের প্রসঙ্গ নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির সঙ্গে লবিষ্ট প্রতিষ্ঠানগুলোর চুক্তিপত্র সরকারের কাছে রয়েছে।
রেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও সময় লাগবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এছাড়া জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন, সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু।