দেশের ১২ সিটিতে আগামী ১৪ দিন দেয়া হবে ফাইজারের বিশেষ টিকা

- আপডেট সময় : ০৫:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে টিকা কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে, এ জন্য সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে হবে।
চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদরাসা শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম শিশুদের টিকা দেয়। প্রায় ৪ লাখ শিক্ষার্থী এ টিকা পাচ্ছে। জেলা সিভিল সার্জন জানান, শিশুদের ফাইজারের বিশেষ ধরনের টিকা দেয়া হচ্ছে।
রাজশাহী মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টিকা দেয়া হয়েছে। প্রথম ধাপে সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেয়া হচ্ছে। রাজশাহী সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, প্রথম দিন ৯ হাজার ১৩৫ জন শিশুকে টিকা দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ধর্মীয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ পাড়া-মহল্লায় সব ইপিআই কেন্দ্র থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সহযোগিতায় ১৪ দিন চলবে এ কার্যক্রম। প্রায় ৭০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। টিকা নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো বরিশালেও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।