দেশের ১৫ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৬:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, গাজীপুরসহ ১৫ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১৭৯ জনের। সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলারই ১১০ জন। এই নিয়ে জেলায় ১২০৪ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন।
পঞ্চগড়ে ৩ বছরের এক শিশুসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে। এর মধ্যে ২ জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ৬৬ জন।
নরসিংদীতে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৩ জন, শিবপুরে ৫ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ৬ জন, বেলাবোতে ১ জন ও রায়পুরাতে ৩ জন।
গাজীপুরে ২৪ ঘন্টায় আরো ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৭ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা রোগী পাওয়া গেছে ২ হাজার ৩৬২ জন।
গোপালগঞ্জে নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৯ জন, সদর উপজেলায় ৫ জন, কোটালীপাড়ায় ৪ জন, কাশিয়ানীতে ৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছে।
বরগুনায় নতুন করে ২ সরকারি কর্মকর্তা ও ১ জন পুলিশসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বেতাগী পৌরসভার প্রকৌশলী, বামনা উপজেলার বন কর্মকর্তা, বরগুনা পুলিশ লাইনের এক কনস্টেবল, পাথরঘাটা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের মা এবং তালতলী উপজেলা কড়ইবাডিয়া এলাকার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪৪১ জন।
ঝিনাইদহে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জন।
ঝালকাঠিতে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট ১০১ জন আক্রান্ত হলেন।
যশোরে ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এ সময়ে ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭০জন। আর সুস্থ হয়েছেন ১শ’ ৪ জন।
মৌলভীবাজারে আরও ২৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার হাসপাতালে ৫ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনায় পুলিশের এক ওসিসহ একদিনে ৪৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শনাক্তদের ৩১ জনই মহানগরীর, বাকীরা বিভিন্ন উপজেলার।
এছাড়া, সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তোদের মধ্যে সদরের ৪ জন, উল্লাপাড়ার ১ জন, রায়গঞ্জের ১জন ও পুবে সনাক্ত হওয়া ১জন পূনরায় সনাক্ত হয়েছেন।