দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- আপডেট সময় : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টিপাত ও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংকেত বহাল ছিল বলে আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায় আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এ সময়ে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই। এদিকে, সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম অনুভূতি। পরিস্থিতি এমন যে, যেকোনো সময় শুরু হতে পারে বৃষ্টিপাত।
এদিকে..প্রচন্ড তাপদাহের পর সকাল থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস সহকারী মো. সজিব হোসাইন জানান, দুপুর ১২টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর কিছু স্থানে পানি জমলেও দ্রুত নেমে যাচ্ছে। বৃষ্টিপাতে ঈদের পর দিন ঘর থেকে বের হতে পারছেন না সিলেটের মানুষ।
সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে জীবনযাত্রা অনেকটা অচল হয়ে পড়েছে। রাস্তাঘাটেও তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনভর এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।