দেশের ২৬ জেলায় বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৬৮২ বার পড়া হয়েছে
দেশের ২৬ জেলায় বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ। ঈদে মিল্লাদুন্নবী, লক্ষ্মী পূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত।
পুলিশ সদরদপ্তর থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যা আজ বুধবার থেকে পরবর্তী ১০ দিন বহাল থাকবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।কুমিল্লাসহ সারাদেশে সহিংসতার ঘটনার সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যই এই নতুন নির্দেশনা।