দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত
- আপডেট সময় : ০৮:১০:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ, গাজীপুর, ভোলা, সাতক্ষীরা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছুলে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
গাজীপুরের সালনা ও পূবাইল এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছে। ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুল ও হাদী হাসান শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মোটর সাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সালনা এলাকায় পৌঁছুলে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় চিটকে পড়ে দুজনেরই মৃত্যু হয়। এদিকে, পূবাইলের মীরের বাজার এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছে।
ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সকালে একটি যাত্রীবাহী বাস চরফ্যাসন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসটির। এতে ঘটনাস্থলেই জসিম উদ্দিনসহ ২ সিএনজি যাত্রী নিহত হন। এদিকে, উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মহিদুল ইসলাম পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাওয়ার পথে বাইগুনি নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বৈগ্রাম মাস্তুর মোড়ে তেলবাহী ট্যাংক লরির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।