দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ: কারা মহাপরিদর্শক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
সকালে, কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের আগে-পরে দেশের বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২শ’ আসামি পালয়ে যায়। যার মধ্যে ১ হাজার ৫শ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ৭০ জন ফাঁসী ও আলোচিত মামলার আসামী। তবে,পালিয়ে যাওয়া কারাবন্দীর মধ্যে এখনও গ্রেপ্তার হয়নি ৭০০ অপরাধী।কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তাই প্রতিটি ঘটনাকে আলাদা ভাবে পর্যালোচনা করে কাজ করছে কারা কর্তৃপক্ষ।এছাড়া, অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান, কারা মহাপরিদর্শক।