দেশে অবৈধ গ্যাস সংযোগ লাইনের সংখ্যা ৫ লাখের বেশি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
দেশে অবৈধ গ্যাস সংযোগ লাইনের সংখ্যা ৫ লাখের বেশি বলে ধারণা করছেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. মো. হোসেন মনসুর।
সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘বর্তমান বাস্তবতায় তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির যোক্তিকতা’ নিয়ে ছায়া সংসদে ড. হোসেন মনসুর বলেন, অবৈধ সংযোগ এবং চুরির কারণে এ খাতে ভূতুর্কি কমানো যাচ্ছে না। অবৈধ গ্যাস সংযোগ নেয়াদের বেশির ভাগ বিত্তশালী ও শিল্প মালিক। যারা ক্ষমতার প্রভাব দেখিয়ে বছরের পর বছর ধরে চুরি করে যাচ্ছে। এ সংযোগ বিছিন্ন করতে গেলে তাদের দ্বারা হেনস্তার শিকারও হতে হচ্চে কর্মকর্তাদের।