দেশে অসংক্রামক রোগীর সংখ্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
প্রতিনিয়তই দেশে অসংক্রামক রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরবান সার্ভে নিয়ে আয়োজিত সেমিনারে তিনি জানান, দেশের অন্তত ৬১ ভাগ মানুষ কোনো-না কোনোভাবে স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এর মধ্যে কিডনিজনিত সমস্যা অন্যতম বলে জানান তিনি।
বাংলাদেশ আরবান সার্ভে ২০২১ এর ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
সেমিনারে দেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়ার কথা জানান বক্তারা ।
প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, জন সচেতনতায় স্বাস্থ্যখাতে প্রচারণা আরো বাড়াতে হবে।
চিকিৎসা সেবা শহরায়নে উন্নয়নের পাশাপাশি প্রান্তিক পর্যায়েও কাজ করছে সরকার, জানান মন্ত্রী