দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগ
- আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৩২০ জন। আর মারা গেছে ১৮ জন। হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডগুলোতে রোগীদের জন্য নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে অনেককে মেঝে ও বারান্দায় বিছানা পেতে নিতে হচ্ছে চিকিৎসা। একাধিক বার আক্রান্ত রোগীর অবস্থা শোচনীয় হতে পারে বলে জানান চিকিৎসকরা। আর কীটতত্ত্ববিদরা বলছেন, সারা বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায়, এই ভয়াবহ অবস্থা।
বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু রোগে–পরিস্থিতি ভয়াবহতার আভাস দিয়েছে দেশজুড়ে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানীবাসী।
চলতি বছর জুন পর্যন্ত প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৭ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ঢাকা ৬ হাজার ঊনআশি আর ঢাকার বাইরে ১হাজার ৮৯৯ জান। একই সময়ে মারা যায় ৪৭ জন।
আর শুধু চলতি জুলাই মাসের প্রথম ৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ হাজার ৩২০ জন। এর মধ্যে ঢাকা ১ হাজার ৮৯২জন। মারা গেছে ১৮ জন।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল…. ওয়ার্ডে শয্যা খালি না থাকায়, অনেককেই বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে কিংবা বারান্দায়।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেরও একই আবস্থা। এখানেও ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে একই ওর্য়াডে। ডেঙ্গু রোগী মশারির মধ্যে রাখার নিয়ম থাকলেও, তার বালাই নেই। চিকিৎসকের কাছেও নেই মশারি না টানানোর সদুত্তর।
বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এই ব্যক্তি বার বার আক্রান্ত হলে, তার পরিস্থিতি হতে পারে ভয়াবহ।
কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণে এডিশ মশা নিধণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদও বিশেষজ্ঞ চিকিৎসকদের।