দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০৮:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দেশে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে আশঙ্কাজনক হারে। গুরুতর অবস্থা নিয়ে বয়স্কদের হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরাও। ডেঙ্গু আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিশেষজ্ঞরা বলছেন, করোনার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষা করলে, অবস্থার উন্নতি হবে।
গেলো জুন মাসে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর সংখ্যা ছিলো ১৯ জন। সেখানে কেবল আগস্টের ১৭ দিনেই দু”শর বেশি শিশুকে ভর্তি করা হয়েছে। বুধবারও নতুন করে ৬৭ জন শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপতালের ১৬ টির আইসিইউ এর মধ্যে ১১ টিতেই ডেঙ্গু রোগী । চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ শিশু।
চিকিৎসকরা বলছেন, যারা ভর্তি হচ্ছেন তাদের অবস্থাই গুরুতর। বৃষ্টির কারনে ডেঙ্গু রোগীর সংখ্যা বলেও আশংকা তাদের।
দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। বিষয়টিকে আশংকাজনক বলছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম।
অবহেলা না করে, করোনার সঙ্গে ডেঙ্গু পরীক্ষার উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।
সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায়, সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন তারা।