দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা হাজার ছাড়ালো
- আপডেট সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা হাজার ছাড়ালো। গেল ২৪ ঘন্টায় রেকর্ড এক হাজার ৩৪ জনসহ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে। আর ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনসহ মৃতের সংখ্যা এখন ২৩৯ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে ২৫২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন রোগী। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা শুরু হয়েছে বলেও জানান ডা. নাসিমা সুলতানা।
প্রতিদিনই দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ও সবশেষ তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের।এসময় সারাদেশে করোনায় শনাক্তের সখ্যা ১ হাজার ছাড়ালো উল্লেখ করে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন, অতিরিক্ত মহাপরিচালক।
গেল ২৪ ঘন্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা শুরুর তথ্য জানিয়ে এই স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বাহিরেও কয়েকটি প্রতিষ্ঠান করোনা পরীক্ষায় কাজ করছে।
সারাদেশে নতুন করে ১৮৩ জন আইসোলেশনে এবং ২ হাজার ৩৬০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।