দেশে একদিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশে একদিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জন। আর গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। দুপুরে অনলাইন ব্রিফিং এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা। স্বাস্থ্যবিধি না মানলে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
করোনা ভাইরাস চিকিৎসার সবশেষ অগ্রগতি তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই অনলাইন ব্রিফিং। এসময় গেল ২৪ ঘন্টায় নতুন শনাক্ত এবং মৃত্যের পরিসংখ্যান তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক।
মৃতদের সবাই ঢাকার অধিবাসী এবং তাদের বয়েস ৬০ এর উর্ধ্বে বলে জানান তিনি।
স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা না হলে, দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
দেশে বর্তমানে ৬০১টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।