দেশে এলো অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান
- আপডেট সময় : ০২:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
দেশে এল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিমানবন্দরে এই চালান পৌঁছে দেয়।
প্রতি কার্টনে ১২শ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা। বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেয়া হয়েছে। পরে সরকারের চাহিদা অনুসারে তা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে বিতরণ করা হবে। ৪/৫ দিনের মধ্যে সারা দেশে পাঠানোর আগে এই ভ্যাকসিন সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেয়া হবে। এদিকে বিমানবন্দরে টিকা বুঝে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি জানান, বাইরে বাণিজ্যিকভাবে এই টিকা বিক্রি হবে না। সরকারি তালিকায় ওষুধ কোম্পানির নাম না থাকায় শুধু তাদের জন্যে বেক্সিমকো ১০ লাখ ডোজ ভ্যাকসিন আনবে। এর বাইরে টিকা পাবে শুধু বিজিএমইএ।