দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরী শিক্ষার উপর জোর দেয়ার তাগিদ
- আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরী শিক্ষার উপর জোর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এ শিক্ষা অর্জনের বিকল্প নেই।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রয়েছে। তবে ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক , কর্মচারীদের টিকার আওতায় আনা হবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টিকা দেয়া হবে বলেও জানান তিনি। দক্ষ ও উপযুক্ত নাগরিক গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর জানিয়ে সরকার প্রধান বলেন, উন্নয়নশীল দেশের যে মর্যাদা বাংলাদেশ অর্জন করেছে তা ধরে রাখতে হবে।