দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, মোট প্রাণহানী ১ হাজার ৯৫
- আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫ জন। ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭১ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৮১ হাজার ৫২৩। শনাক্তের হার প্রায় ২২ শতাংশ। দুপুরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। এ সময় অনেকদিন ধরে গৃহবন্দী শিশুদের প্রতি বেশি যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
দেশে করোনা শনাক্তের ৯৭ দিনে সর্বোচ্চ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে এবং সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।
দেশে আরো ৪টি পিসিআর ল্যাবসহ মোট ৫৯ টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে বলেও জানান তিনি।
এ সময় মারা যাওয়াদের বয়সের বিশ্লেষনের পাশাপাশি তাদের অবস্থানও তুলে ধরেন তিনি।
বেশ কিছুদিন ধরে গৃহবন্দী শিশুদের মানষিক স্বাস্থ্য ঠিক রাখতে তাদের বেশি বেশি যত্ননিতে অভিভাবকদের প্রতি আহবান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।