দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন
- আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৭১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগী ৮ হাজার ২৩১ জন। দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, উপসর্গ ছাড়াও করোনা রোগী থাকতে পারে। আর রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
লকডাউনের মধ্যেও দেশে করোনা ভাইরাস সামাজিকভাবে সংক্রমিত হচ্ছে। তাই মানুষ থেকে মানুষে স্পর্শ বা হাচিঁ কাশির মাধ্যমে আক্রান্ত হচ্ছেন কাছে থাকা মানুষটি। করোনার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা ৫ হাজার ৫৭৩ টি নমুনার মধ্যে ৫৭১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আর নতুন করে মারা গেছেন ২ জন।
সামাজিক সংক্রমন ছড়িয়ে পড়ার কারণে পরীক্ষার জন্য ল্যাবও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে জানিয়ে তাদের প্রতি সহানুভুতিশীল হবারও আহ্বান জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। উপসর্গ ছাড়াও করোনায় আক্রান্ত হবার শঙ্কা আছে বলেও সতর্ক করেন অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।