দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে :মোঃ তাজুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্য নিরাপত্তায় বিশেষ নজরও রাখছে সরকার।
করোনার এ প্রাদুর্ভাবের মধ্যে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার পরিদর্শনকালে এ সব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। সকালে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন এ প্ল্যান্টটি পরিদর্শন করেন তিনি । এ পানি শোধনাগারে ২৫ জন চাইনিজ বিশেষজ্ঞসহ ১২৫ জন দেশী-বিদেশী কর্মকর্তা-কর্মচারী সাধারণ ছুটির পর থেকে প্রায় তিনমাস ধরে স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ও কাজের প্রশংসা করেন।